রুমায় পাড়াপ্রধান ও চার ছেলেকে হত্যায় গ্রেপ্তার ২১
বান্দরবান প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2022 11:06 AM BdST Updated: 26 Feb 2022 11:06 AM BdST
-
ফাইল ছবি
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এক পাড়াপ্রধান এবং তার চার ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে রুমা থানার ওসি আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারবারি লকরুই ম্রো ও তার চার ছেলেকে হত্যার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। লকরুই ম্রোর পুত্রবধূ লেংঙি ম্রো বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন। এ ছাড়া ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
“মামলার ২১ আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক আছেন”, যোগ করেন ওসি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় পাড়াপ্রধান লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রোকে (২০) কুপিয়ে হত্যা করা হয়।
বান্দরবানে এক পাড়াপ্রধান ও চার ছেলেকে কুপিয়ে হত্যা
গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো স্থানীয়দের বরাত দিয়ে বলেন, “কারবারির পরিবার পাড়ার লোকজনের উপর জাদুটোনা করছিল বলে কথা ওঠে। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে- এমন গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদেরকে কুপিয়ে মেরে ফেলেছে।”
স্থানীয় আরেক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জাদুটোনা নিয়ে কারবারি পরিবারের ওপর পাড়াবাসির দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তাছাড়া সম্প্রতি জুমক্ষেতের সীমানা নিয়েও পাড়ার লোকজনের সঙ্গে তাদের বিরোধ লাগে।
“আমি যেটা জেনেছি, পাড়ার লোকজন গোপন বৈঠক করে কালর রাতে কারবারি পরিবারের সবাইকে মেরে ফেলেছে। নিহত চার ভাইয়ের মধ্যে রিংরাও ম্রো ছিল কলেজের ছাত্র।”
তবে এর পেছনে আর কোনো ঘটনা আছে কি না, কারা ওই পরিবারের সদস্যদের হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু বলতে পারেনি পুলিশ।
-
জাটকা ধরায় নিষেধাজ্ঞা উঠল
-
বিরোধ: মাদারীপুরে দুজনকে কুপিয়ে আহত
-
কক্সবাজার শহরে দস্যুতা-লুণ্ঠনের দায়ে ২ জনের যাবজ্জীবন
-
হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু
-
কক্সবাজারে র্যাবের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
-
চুয়াডাঙ্গার সড়কে বাইক ও প্রাইভেট কার থামিয়ে ডাকাতি
-
গাজীপুরে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর’ কিশোরীকে
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ