টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তিন ঘণ্টা পর যান চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2022, 06:58 AM
Updated : 25 Feb 2022, 06:58 AM

শুক্রবার ভোর ৫টার দিকে যান চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের একটি ওয়েস্কেল ও মালবাহী ট্রাক বিকল হওয়ায় শুক্রবার রাত ২টা থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান।

এ সময় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত অন্তত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. এশরাজুল হক বলেন, শুক্রবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে একটি মালবাহী ট্রাক বিকল হয়।

অপরদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের একটি ওয়েস্কেল বিকল হওয়ায় রাত ২টা ভোর রাত পাঁচটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ যানজট নিরসনে কাজ করার তিন ঘণ্টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।