কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় জজ আদালতের বেঞ্চ সহকারী নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জজ আদালতের বেঞ্চ সহকারীর প্রাণ গেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2022, 04:14 AM
Updated : 25 Feb 2022, 05:22 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন জানান।

নিহত পার্থ সারথী বিশ্বাস (৫০) ঝিনাইদাহ জেলা সদরের দায়ত কুমার বিশ্বাসের ছেলে। তিনি কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন।

ওসি বলেন, “পার্থ কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদাহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

“এ সময় পার্থ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।