রংপুরে একুশের প্রথম প্রহরে বেরিয়ে `ফেরেননি’ আ.লীগ নেতা
রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2022 02:12 PM BdST Updated: 22 Feb 2022 03:14 PM BdST
রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দর্শনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাদেক আলী (৮০) একুশের প্রথম প্রহরে বাসা থেকে বেরিয়ে আর ‘ফিরে আসেননি’।
ঘটনার ২৪ ঘণ্টা পর সোমবার মধ্যরাতের দিকে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান।
তিনি মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।“
জিডিতে উল্লেখ করা হয়েছে, ছাদেক আলী পরিবারের সঙ্গে নগরীর তাজহাট নাজির দিগর এলাকার বসবাস করেন। রোববার রাত ১১টার পরে বাসা থেকে বের হন শহীদ মিনারের উদ্দেশে। তারপর আর বাসায় ফেরেননি।
ছাদেক আলীর গায়ের রঙ ফর্সা, তিনি উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি। তার মাথার চুল ও দাড়ি সাদা রঙের। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং খয়েরি রঙের জ্যাকেট ছিল।
কেউ কোথাও তাকে দেখলে বা সন্ধান দিতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৮১১৪২৮৩২২ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে জিডিতে।
আওয়ামী লীগ নেতার ছেলে ও জিডির বাদী মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাবা বাসা থেকে বের হন। এরপর দেড় দিন হতে চলেছে। তিনি এখনও বাসায় ফিরে আসেননি।
“জেলা ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িতে তিনি যাননি। বাবার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে জানিয়েছে, সবশেষ অবস্থান নগরীতে দেখাচ্ছে,”, যোগ করেন মেহেদি।
রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়া রহমান শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত সাড়ে ১১টার দিকে ছাদেক আলী সাহেব পার্টি অফিসে এসেছিলেন। পরে তিনি আমাদের সবার সঙ্গে শহীদ মিনারে বেরিয়ে যান ফুল দেওয়ার জন্য। সবাই একসঙ্গে আমরা ফুল দেই।
তারপর আর দেখা হয়নি জানিয়ে শফি বলেন, “ছাদেক সাহেব বৃদ্ধ মানুষ। তার কোনো শত্রু নেই। আমরা পুলিশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছি। তাদের চাপ দিচ্ছি ছাদেক আলীকে খুঁজে বের করার জন্য।”
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ