নীলফামারীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নীলফামারীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে; আহত হয়েছে তার এক সহপাঠী।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2022, 05:18 PM
Updated : 21 Feb 2022, 05:18 PM

নিহত নয়নচন্দ্র রায় (১৫) সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মাধবচন্দ্র রায়ে ছেলে। জেলা শহরের নীলসাগর ক্যাডেট একাডেমির ১০ শ্রেণির ছাত্র ছিল নয়ন।

সদর উপজেলার ফুলতলায় নীলফামারী-সৈয়দপুর সড়কে সোমবার সকাল ১০টার দিকে তারা হতাহত হয় সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউফ জানান।

এলাকাবাসী জানান, সকাল ১০টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথে একটি অটোরিকশা অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে আসা আরেকটি অটোরিকশা সঙ্গে ধাক্কা লেগে দুইজন আহত হন। তাদের নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত সোহেল রানাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত নয়নের বড় ভাই চয়ন রায় বলেন, “সকালে আমরা দুই ভাই শহরে শহীদ মিনারে ফুল দিতে আসি। এরপর আমি বাড়ি চলে গেলে নয়ন তার বন্ধুদের সঙ্গে মোটরসাইলে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর পাই।”

এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন পরিদর্শক মো. আব্দুর রউফ।