ডিজিটাল আইনের মামলায় সাতক্ষীরায় সাংবাদিক গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটার স্থানীয় এক সাংবাদিকসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2022, 01:32 PM
Updated : 18 Feb 2022, 01:32 PM

বৃহস্পতিবার রাতে পাটকেলঘাটা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি জহুরুল হক এবং পাটকেলঘাটা শহরের বাসিন্দা আব্দুর রহমান।

জহুরুল হক (৪৫) পাটকেলঘাটার চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার থানা প্রতিনিধি।

সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি বাবুল আক্তার বলেন, ফেইসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য লেখায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদি ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান জানান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামি দরখাস্ত দেওয়া, স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেইসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমুলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা হয়েছে।

“মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম, আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়েছে। এই মামলায় জহুরুল ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।”

সদর থানার ওসি গোলাম কবীর জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, পাটকেলঘাটার কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সদ্য বিদায়ী তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য লেখায় সাংবাদিক জহুরুল হকের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।