ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান।
নিহত সাদেক আলী ওই গ্রামের আফিল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, হোগলবাড়িয়া গ্রামের ২৪ বিঘা জমির মালিকানা নিয়ে স্থানীয় গাফ্ফার আলী দলের সঙ্গে একই গ্রামের মতিয়ার রহমান দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে মালিথাপাড়ার মাঠে দুই পক্ষ মালিকানা দাবি করে জমির দখল নিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় আব্দুল গাফ্ফার পক্ষের একজন নিহত ও উভয় পক্ষের ৬ জন আহত হয়।
ওসি বলেন, তারা খবর পেয়ে হোগলবাড়িয়া গ্রামের তামাক ক্ষেত থেকে সাদেকের লাশ এবং ঘটনাস্থল দেশীয় অস্ত্র উদ্ধার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেননি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।