ট্রলারের সব যাত্রীরা সাঁতরে তীরে উঠেছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বৃস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে আমতলী থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত ফয়সাল (১৫) আমতলীর কুকুয়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামের ফোরকান প্যাদার ছেলে।
ওসি বলেন, “ঢাকা থেকে আমতলীগামী ঈগল পরিবহনের দ্রুতগতির একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই ফয়সালের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর বাসসহ চালককে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।