বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্য দেশের গণমাধ্যমগুলো ‘অতি উৎসাহী হয়ে ও ফলাও করে’ প্রচার করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
Published : 15 Feb 2022, 02:42 PM
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে ২০২৩ সালের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আকাঙক্ষা ব্যক্ত করতে গিয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, “সবাই স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে। নির্ভরযোগ্য ও স্বচ্ছভাবে ভোট গণনা হতে হবে এবং পরিশেষে, এর মানে হল বিশ্বাসযোগ্য ফলাফল সব দলই মেনে নেবে, যারা ভোটে জিততে পারেনি তারাসহ।”
এর দুদিনের মাথায় মঙ্গলবার সিলেটে ব্রিটিশ হাইকমিমনারের মন্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিদেশি রাষ্ট্রদূতদের খবর দেশের মিডিয়া অতি উৎসাহী হয়ে ফলাও করে প্রচার করে; যা দুঃখজনক।”
“তাদের দেশের আমাদের রাষ্ট্রদূতদের কোনো বিষয়ে সাংবাদিকরা প্রশ্নই করে না। এসব অভ্যাস বন্ধ করা উচিত”, যোগ করেন মোমেন।
মন্ত্রী দুপুরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করেন এবং পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলেন।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও বিএনপির অবস্থান নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু বিএনপিই দুমড়ে-মুচড়ে এই ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা এই ব্যবস্থাকে কুক্ষিগত করেছিল। পরতে পরতে বেআইনি কাজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’
“বিএনপি এখন গণতন্ত্র শেখাতে চায়। তাদের মুখে এমন কথা মানায় না। তারা সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু সেই সুযোগ আর নেই।”
মোমেন বলেন, “নির্বাচন করতে চাইলে তাদেরকে নির্বাচনের পথে আসতে হবে। তাদেরকে জনতার কাছে আসতে হবে। জনতাই হচ্ছে ভোটের মালিক, দেশের মালিক। স্বচ্ছ ইলেকশন কমিশন হবে, সেই কমিশনের মাধ্যমে যে নির্বাচন হবে সেটা অবশ্যই স্বচ্ছ হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।