জামালপুরে হত্যা ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে একাধিক হত্যা ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2022, 05:17 PM
Updated : 14 Feb 2022, 05:17 PM

সোমবার দুপুরে ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ গ্রামে একটি মাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া জানান।

গ্রেপ্তার রাসেল ফকির (৩০) ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া গ্রামের পতু ফকিরের ছেলে।

সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এএসপি মো. সুমন মিয়া জানান, দুপুরে তার নেতৃত্বে পুলিশ উত্তর দরিয়াবাদ গ্রামের একটি মাজারে অভিযান চালিয়ে ‘কুখ্যাত সন্ত্রাসী’ রাসেল ফকিরকে গ্রেপ্তার করেছে।

“তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও অন্যান্য চারটি মামলা রয়েছে।”

সুমন মিয়া বলেন, রাসেল দীর্ঘদিন ধরে নাম পরিচয় গোপন করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় নিজেকে পল্লি চিকিৎসক (দন্ত) পরিচয় দিয়ে কাজ করতেন। কখনও সাধুর বেশ ধরে দেশের বিভিন্ন জেলার মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। সাধু বেশে প্রায়ই ভারতে গিয়ে আত্মগোপন করতেন বলেও পুলিশের কাছে স্বীকার করেছেন রাসেল। 

গ্রেপ্তার রাসেল জামালপুর জেলায় দুটি এবং লক্ষ্মীপুর জেলায় একটি বিয়ে করেছেন বলেও পুলিশ জানিয়েছে।