নেত্রকোণায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় মাজারে ওরস চলাকালে দুই পক্ষের বিবাদে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার কিশোর।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2022, 07:03 AM
Updated : 13 Feb 2022, 07:09 AM

উপজেলার একই ইউনিয়নের সাগুলী গ্রামে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাধক হাসান শাহ মাজারে বাৎসরিক ওরস চলাকালে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান।

নিহত সুমন মিয়া (১৬) উপজেলার চিরাং ইউনিয়নের চিতোলিয়া গ্রামের ইনচান মিয়া ছেলে।

আহতরা সবাই চিথোলিয়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

স্থানীয়দের বরাতে পরিদর্শক বলেন, “চিথোলিয়া গ্রাম থেকে ৭ থেকে ৮ জন কিশোর মাজারে বাৎসরিক ওরস দেখতে যায়। সেখানে তারা নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এ সময় ছুরিকাঘাতে সুমনসহ আরও ৪ কিশোর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। রাত ৩টার দিকে ময়মনসিংহ হাসপাতালে সুমনের মৃত্যু হয়।”

কি নিয়ে ওই কিশোররা বিবাদে জড়িয়েছিল তা জানা যায়নি উল্লেখ করে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।