পার্কের পাশের এক দোকানি বলেন, এখানে মাদকসেবীরা কেবল সেবনই করে না; বেচাকেনাও চলে। নদীপথে মাদক আসে; পার্কে বসে সেবন ও বিক্রি হয়।
নরসিংদীর পলাশ এলাকার টান ঘোড়াশাল ও রায়পুরার মেথিকান্দা স্টেশনের কাছে তারা মারা যান বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমায়েদুল জাহেদী।
তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই ইমায়েদুল বলেন, মেথিকান্দা স্টেশনের কাছে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগ্রামী তূর্ণা-নিশীথা এক্সপেস ট্রেনের নিচে এক ব্যক্তি কাটা পড়ে মারা যান। অপরদিকে টান ঘোড়াশাল স্টেশনের কাছে শুক্রবার রাতে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে দুটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।