চুয়াডাঙ্গায় শিশুর গলাকাটা লাশ, ‘১০ টাকার জন্য হত্যা’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি আমবাগান থেকে নয় বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2022, 12:27 PM
Updated : 12 Feb 2022, 12:27 PM

শনিবার বিকালে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দামুড়হুদা থানার এসআই আব্দুর রহমান।

নিহত ইয়ামিন হোসেন গ্রামের সেলিম রেজার ছেলে। সে কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, গ্রামের এক কিশোর (১৮) ৩০ টাকা দিয়ে ইয়ামিনকে মুড়ি কিনতে দোকানে পাঠায়। ইয়ামিন ২০ টাকার মুড়ি কিনে এবং বাকি ১০ টাকায় সে নিজে কিছু কিনে খেয়ে ফেলে।

“১০ টাকা ফেরত দিতে না পারায় কিশোরটি ইয়ামিনকে মারধর করে। এ ঘটনার পরই আমবাগানে শিশুটির লাশ পাওয়া যায়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া আছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে ইয়ামিন।“

এসআই আরও বলেন, কিশোর পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।