বেশি খেয়ে বিজয়ী হলেন তারা
বরিশাল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2022 05:16 PM BdST Updated: 12 Feb 2022 05:16 PM BdST
বরিশাল মহানগরীতে বেশি খাওয়ার ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন মানুষকে আনন্দ দিয়েছে।
শুক্রবার রাতে নগরীর ভাটিখানা শরীফ বাড়ি এলাকায় প্রথমবারের মত এই ‘ভোজন প্রতিযোগিতা’য় একদিকে ছিল ‘চাচা গ্রুপ’, অপরদিকে ‘ভাতিজা গ্রুপ’।
‘চাচা গ্রুপে’র অধিনায়ক ও আয়োজকদের একজন টুনু শরীফ শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোজন প্রতিযোগিতায় দুটি দল অংশ নেয়। একটি ‘চাচা গ্রুপ’ অপরটি ‘ভাতিজা গ্রুপ’। চাচা দলের সদস্যদের বয়স ছিলো ৫৫ থেকে ৬০ বছর। আর ভাতিজা দলের সদস্যদের বয়স ছিলো সর্বোচ্চ ২৫ বছর। প্রত্যেক দলে ২০ জন করে সদস্য ছিলো।

প্রায় এক ঘণ্টার মধ্যে ‘ভাতিজা গ্রুপ’ ৩৮ কেজি খিচুরি-গরুর মাংস খেতে সক্ষম হয়। আর ‘চাচা গ্রুপ’ খেয়েছে ৩২ কেজি। ছয় কেজি বেশি খেয়ে ভোজন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘ভাতিজা গ্রুপ’।
খাওয়া শেষে ছিলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অতিথিরা উভয় দলের প্রতিযোগীদের হাতে ট্রফি তুলে দেন। অতিথি ছিলেন বরিশাল পিবিআই’র পুলিশ সুপার আতিকুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান।

‘চাচা গ্রুপে’র অধিনায়ক টুনু শরীফ বলেন, “করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে মানসিকভাবে ভেঙে পড়া মানুষদের আনন্দ দেওয়া ছিলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা তাতে সফল হয়েছি। হারজিত কোনো বিষয় না। আমাদের আয়োজন দেখে এলাকার সর্বস্তরের মানুষ আনন্দ পেয়েছে।”

-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: ১২ দিন পর মামলা, আসামিরা ‘বম পার্টির’
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা