চুয়াডাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের নির্বাচনী পরবর্তী সহিংসতায় ছয়জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2022, 04:48 AM
Updated : 10 Feb 2022, 04:48 AM

দর্শনা থানার ওসি লুৎফল কবির জানান, ওই ইউনিয়নে বুধবার রাত রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৫০), তার স্ত্রী মমতাজ বেগম (৪২), ভাই আওলাদ হোসেন (৫৫), শিমুল হোসেন (১৮), হোসেন আলী (৫০) ও শামীম হোসেন (৩০)।

ওসি বলেন, গত ৭ ফেব্রুয়ারি তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকার প্রার্থী শুকুর আলীর জয় হয়। বুধবার রাতে শুকুর ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান টিপুর লোকজনের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, বিশৃংঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ করেনি।