মাগুরায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে ‘৩৭’ বাড়িতে ভাঙচুর

মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত এক সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাসহ তার সমর্থকদের ৩৭ বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2022, 03:40 PM
Updated : 9 Feb 2022, 03:40 PM

জেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল এই অভিযোগ করেছেন পরাজিত ইউপি সদস্য মন্নু মণ্ডলের বিরুদ্ধে।

বদিয়ার অভিযোগ করেন, “গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে মন্নু মণ্ডল পরাজিত হওয়ার পর থেকে তারা তাদের লোকজন নিয়ে প্রায়ই আমার লোকজনকে মারধর করে আসছেন।

“তারা বুধবার বেলা ৩টার দিকে পাশের তিন গ্রাম থেকে লোক এনে আমার সমর্থকদের ৩৫ থেকে ৩৭টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করেন।”

এর জন্য তিনি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসিয়ার রহমানকে দায়ী করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান মসিয়ার রহমান।

তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে আমার সংশ্লিষ্টতার কোনো প্রশ্নই আসে না।”

মসিয়ার রহমান উল্টো অভিযোগ করেছেন বদিয়ারের বিরুদ্ধে। বদিয়ার নির্বাচনের নৌকার বিপক্ষে কাজ করেছেন বলে মসিয়ারের অভিযোগ। তবে মসিয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ সম্পর্কে মন্নু মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে শ্রীপুর থানার ওসি সুক দেব রায় ভাঙচুরের বিষয়ে কথা বলতে রাজি হননি।

তিনি বলেন, “নো কমেন্ট!”

বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান।

তিনি বলেন, “এই মুহূর্তে অফিশিয়াল কোনো কমেন্ট করতে পারছি না। তবে মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ এনে এখানে মোতায়েন করা হয়েছে।”