লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2022, 09:42 AM
Updated : 9 Feb 2022, 09:42 AM

বুধবার বেলা ১১টার দিকে জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. জসীম উদ্দীন।

দণ্ডপ্রাপ্ত মো. মহসিন (৩২) উপজেলার ভাটরা ইউনিয়নের নন্দীয়ারা গ্রামের বাসিন্দা। তিনি মামলায় জামিন নিয়ে পলাতক হন।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, মহসিনের সঙ্গে উপজেলার ভাটরা ইউনিয়নের নন্দীয়ারা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান আজাদের (৪৫) ভাগিনা মো. রিয়াদ হোসেন টিটুর আগে থেকে বিরোধ ছিলো। ২০১৯ সালের ৮ জুলাই বিকালে মহসিন একটি দা নিয়ে টিটুর ওপর আক্রমণ করে। খবর পেয়ে মামা আজাদ তাকে বাঁচাতে যান।

“তখন মহসিনের দায়ের আঘাতে আজাদ গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহসিন পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম নামে আরেকজনকে কুপিয়ে আহত করেন।”

আইনজীবী আরও জানান, এ ঘটনায় আজাদের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২০১৯ সালের ৮ জুলাই মহসিনকে আসামি করে মামলা করেন। একই বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়। বিচারক মহসীনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন।