‘জুয়ায় বাধা দেওয়ায়’ গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

নরসিংদীর মাধবদী থানা এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2022, 08:36 AM
Updated : 9 Feb 2022, 08:36 AM

বুধবার সকাল ১১টার দিকে বালুসাইর এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটার পাশের জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান।

নিহত আছিয়া (২৮) বালুসাইর গ্রামের ফজর আলী স্ত্রী। তিনি মাধবদীর একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

ঘটনার পর থেকেই ফজর আলী পলাতক রয়েছে জানিয়ে ওসি বলেন, “ফজর আলী কাজকর্ম করেন না। সারাদিন জুয়ার আড্ডায় মেতে থাকেন। এ নিয়ে পারিবারিক কলহ ছিল। এর জেরে ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছি।”

স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, আসিয়া মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পর জুয়া খেলা নিয়ে স্বামীর সঙ্গে বিতণ্ডা হয়। একপর্যায়ে ফজর রড দিয়ে স্ত্রীকে মারপিট করেন। এ সময় সন্তানরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়। 

“একপর্যায়ে আসিয়া ঘটনাস্থলেই মারা যান। তখন ফজর আলী স্ত্রীর মরদেহ ইটভাটার পাশে ফেলে পালিয়ে যায়।”

সকালে লোকজন লাশ দেখে থানায় খবর দেয় বলে জানান ওসি। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ফজল আলীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।