শিক্ষা কর্মকর্তাকে ‘থাপ্পড়’: বরখাস্ত মেয়রের জামিন

শিক্ষা কর্মকর্তাকে ‘পেটানোর’ পর জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র শাহনেওয়াজ শাহান শাহ জামিনে মুক্ত হয়েছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2022, 03:52 PM
Updated : 8 Feb 2022, 03:52 PM

জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত মঙ্গলবার তার জামিন আবেদন মঞ্জুর করে। এই দিন বিকালেই তাকে জামালপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় বলে জেলার আবু ফাত্তাহ জানান।

গত বছর ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শাহান শাহর বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য শাহান শাহর নাম ৫ নম্বরে থাকলেও ৮ নম্বরে ডাকেন শিক্ষা কর্মকর্তা। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে শাহান শাহর বিরুদ্ধে।

ঘটনার দিনই দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন শিক্ষা কর্মকর্তা। মামলার পর ২১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে। আর র‌্যাব তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের ৪৮ দিন পর তাকে কারা ফটকে ফুল দিয়ে বরণ করেন শুভাকাঙ্ক্ষীরা। তারা শহরে বের করেন আনন্দ মিছিল।

শাহান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাকে কারাগারে আটক রাখা হয়েছিল।”