কিশোরগঞ্জে শপথ নেওয়ার পর গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নব নির্বাচিত এক চেয়ারম্যান শপথ গ্রহণের পরপরই গ্রেপ্তার হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2022, 09:56 AM
Updated : 8 Feb 2022, 10:02 AM

মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভৈরব উপজেলার সাতটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়।

এরপরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন মিয়াকে আটক করে বলে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান।

তিনি বলেন, “গত ২৬ ডিসেম্বর কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে খাসখাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়ার নেতৃত্বে তার লোকজন লোক অস্ত্র নিয়ে হামলা চালায়।

“হামলাকারীরা কেন্দ্রটি দখলে নিতে কর্তব্যরত পুলিশকে মারধর করে এবং তার সঙ্গে থাকা চাইনিজ রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তারা ভোটকক্ষে ঢুকে সিলমোহর ও ব্যালট পেপারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”

এ ঘটনায় ভৈরব থানার এসআই মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন বলে জানান ওসি।

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ফারুক মিয়া লিটন মিয়ার কাছে পরাজিত হন।