বান্দরবানে ১৫ দোকান ও বসত ঘর আগুনে পুড়ে ছাই

বান্দরবান সদর উপজেলার জামছড়ির বাঘমারা বাজারে আগুন লেগে ১৫টি দোকান ও বসত ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2022, 07:31 AM
Updated : 8 Feb 2022, 07:31 AM

রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, সোমবার রাত ৩টার দিকে বাঘমারা বাজারে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এর মধ্যে ১৩টি দোকান ও দুটি বাসাবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি বলেন, আগুন পুরোপুরি নেভাতে দুই ঘণ্টা লেগেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাজারে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত পুরো শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আগুনে বসত ঘর হারানো হরিপদ তঞ্চঙ্গ্যা বলেন, “গভীর রাতে হইচই শুনে বাইরে এসে দেখি পাশের দোকানে আগুন। কিছুক্ষণ পর আমাদের ঘরেও আগুন লাগে। সবকিছু পুড়ে শেষ।”

পুড়ে যাওয়া একটি দোকানের মালিক পঙ্কজ তঞ্চঙ্গ্যা বলেন, মুদি দোকানের পাশাপাশি তিনি ডিজেল ও পেট্রল বিক্রি করতেন। আগুনে সব পুড়ে তার ১০ লাখ টাকার মতা ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী অজিত দাশের দাবি, তার মুদি দোকান ও চালের আড়ত আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।