রহনপুরের মেয়রসহ ২৬ জন মারধরের মামলায় জেলহাজতে

মারধরের মামলায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান মতি খানসহ ২৬ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2022, 12:23 PM
Updated : 7 Feb 2022, 12:23 PM

চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হুমায়ন কবিরের আদালত সোমবার দুপুরে এ আদেশ দেয়।

আদালতের এপিপি আঞ্জুমান আরা বলেন, গত বছর ১৬ সেপ্টেম্বর রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুনগোলা মহল্লার আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম মেয়র মতিউর রহমান মতি খানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

“সেই মামলায় মেয়রসহ ২৬ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

এর আগে গত ২৪ জানুয়ারি তারা আদালতে হাজির হয়ে অন্তর্বর্তীকালীন জামিন নেন। ওই সময় আদালত তাদের বাদীর জিনিসপত্র ৬ ফেব্রুয়ারির মধ্যে ফেরত দেওয়ার আদেশ দেয়।

এপিপি আঞ্জুমান আরা বলেন, “জিনিসপত্র ফেরত না দেওয়ায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।”