মাছ ধরতে গিয়ে ‘বাঘের থাবায়’, সঙ্গীদের সহায়তায় বাঁচলেন জেলে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার এক জেলে তার সঙ্গীদের সহায়তায় বেঁচে ফিরেছেন। 

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2022, 09:12 AM
Updated : 7 Feb 2022, 09:18 AM

পশ্চিম সুন্দরবনের দায়েরগাং এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে বলে কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ জানান।

আহত আবু হায়াত (৪০) ঢালী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আহসান আলীর ছেলে।

আহত জেলে আবু হায়াত সাংবাদিকদের ঘটনার বর্ণনায় বলেন, কৈখালী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে তার পাশের গ্রামের বাবলু (৪৫) ও নূর ইসলামের (৫২) সঙ্গে পশ্চিম সুন্দরবনের দায়েরগাং এলাকায় রোববার বিকালে মাছ ধরতে যান।

এরপর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে জাল উঠানোর সময় হঠাৎ করে সুন্দরবনের ভেতর থেকে বাঘ এসে তার উপর আক্রমণ করে।

এ সময় বাবলু ও আরশাদের চিৎকারে আশেপাশের জেলেরা সেখানে গিয়ে বাঘের কবল থেকে তাকে রক্ষা করেন বলে জানান তিনি।   

হায়াত বলেন, সোমবার ভোরে তাকে বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে।

বন কর্মকর্তা হারুন বলেন, আবু হায়াত নামের ওই জেলে বৈধ পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের আক্রমণে আহত হন। তার খোঁজ খবর রাখা হচ্ছে।