জামালপুরের তুলশীরচর ইউপির পুনঃভোট স্থগিত

জামালপুর সদরের তুলশীরচর ইউনিয়ন পরিষদের তিনটি কেন্দ্রের পুনঃভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2022, 05:01 PM
Updated : 6 Feb 2022, 05:01 PM

আগামী সোমবার [৭ ফেব্রুয়ারি] এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

রোববার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে বলা হয়, হাই কোর্টে রিট পিটিশনের এক আদেশের পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তুলশীরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৩৫, ৩৬ ও ৩৭ নম্বর ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় কমিশন।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তুলশীরচরের তিনটি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

২০২১ সালের ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মমিনুল ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছিল।

এই কেন্দ্র তিনটি হলো পূর্ব টেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম টেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।