খাগড়াছড়িতে ৭ ইটভাটাকে জরিমানা

খাগড়াছড়িতে আইন অমান্য করায় এবং অনুমোদনহীভাবে স্থাপন করায় সাত ইটভাটাকে  জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2022, 04:06 PM
Updated : 5 Feb 2022, 04:13 PM

জেলার মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় শনিবার সকালে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপল বলেন, ইটভাটা স্থাপনের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মাটিরাঙ্গার তিন ইটভাটার মালিককে ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত আইন ০১৯) ৮ এর ১ (খ) ধারায় দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ে অনুমোদন না নিলে এক মাস পরে আবার জরিমানা করা হবে বলে তিনি জানান।

এদিকে সকালে দীঘিনালার চার ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা জানান, উপজেলার ইটের ভাটাগুলোতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ লংঘনের দায়ে চার ভাটার মালিককে দুই লাখ ৮০হাজার টাকা জরিমানা করা হয়।