বগুড়ায় শীতের কাপড় কিনতে ভীড়

বৃষ্টি আর হিমেল বাতাসে শীত জেঁকে বসেছে উত্তরবঙ্গজুড়ে; বগুড়া শহরের দোকানগুলোতে শীতের পুরাতন কাপড় কিনতে ভীড় করেছেন নিন্মবিত্তরা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2022, 10:40 AM
Updated : 5 Feb 2022, 10:40 AM

একদিন মুষলধারে টানা বৃষ্টির পর শনিবার সকালে শহরের মুক্তিযুদ্ধা হাসান আলী সুপার মার্কেটে পুরাতন কাপড়ের দোকানে উপচেপড়া ভীড় দেখা গেছে। এসব দোকানে ১০ টাকা থেকে শুরু করে সাধ্যের মধ্যে মিলছে গরম কাপড়।   

এ ছাড়া বিভিন্ন ফুটপাত, হকার্স মাকেট, হাড্ডিপট্টির দোকানগুলোতেও মানুষের সমাগম ছিল লক্ষণীয়।

মুক্তিযোদ্ধা হাসান আলী মার্কেটের দোকানি খোরশেদ আলম জানান, ছোটদের সোয়েটার ও মাফলার বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১০ টাকা দরে। তার এখানে মূলত শহরের গবির মানুষেরাই কাপড় কিনতে আসেন। বৃষ্টির পর বেচাকেনা একটু বেড়েছে বলেও জানান এই দোকানি।

শহরের হাড্ডিপট্টির দোকানদার সুজন বলেন, তাইওয়ান থেকে আসা ছেলেদের পুরাতন জ্যাকেট ৫০০ টাকা করে বিক্রি করছেন।

শীতের তীব্রতার কারণে বিক্রি বেড়েছে বলে জানান তিনি।

জহুরুল নগরের সালমা হক জানান, তিনি নিজের জন্য একটি উলের সোয়েটার ১০০ টাকায় এবং ছেলের জন্য ২০ টাকায় একটি সোয়েটার কিনেছেন।

কম দামে গরম কাপড় পাওয়া যায় বলে বিভিন্ন এলাকা থেকে কাপড় কিনতে এসব দোকানে নিম্ন আয়ের মানুষ বেশি ভীড় করে বলে জানান কাহালু উপজেলার সোবহান।