ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।
জেলা শিবপুর উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার দুপরে লাশ দুটি উদ্ধার করা হয় বলে শিবপুর থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান।
নিহত চালক রুবেল মিয়া (২৫) জেলার পলাশ উপজেলার খানেপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
বেলা ১১টার দিকে স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঝোপের মধ্যে রক্তাক্ত সাদা বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
ওসি সালাউদ্দিন বলেন, পরে রুবেলের পরিচয় পায় পুলিশ। রুবেল ভাড়ায় প্রাইভেট কার চালাতেন বলে তার পরিবার জানিয়েছে। বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন রুবেল।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে; আর পুলিশ নিহত অন্যজনের পরিচয় খুঁজছে বলে জানিয়েছেন ওসি মো. সালাউদ্দিন মিয়া।