সেতু ভেঙে পড়ে ট্রাক চালক নিহত, বান্দরবান-রুমা যোগাযোগ বন্ধ

বান্দরবান-রুমা সড়কে একটি বেইলি সেতু ভেঙে পড়ে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2022, 11:38 AM
Updated : 2 Feb 2022, 11:38 AM

বুধবার দুপুরে মুরুংগো বাজার এলাকায় এই দুর্ঘটনার পর জেলা শহর থেকে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নিহত আব্দুল গফুর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড়ের বাসিন্দা।

মুরুংগো বাজার পুলিশ ফাঁড়ির এসআই জাকির আহমেদ সিকদার জানান, দুপুরে বান্দরবান থেকে ছেড়ে আসা একটি চাল বোঝাই ট্রাক মুরুংগো বাজারের আগে একটি বেইলি সেতু পার হওয়ার সময় মাঝখানে পৌঁছলে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যান।

লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই জাকির সিকদার।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশল মোসলেম উদ্দিন জানান, সড়কটি বাংলাদেশ সেনবাহিনীর ২০ ইসিবির আওতাধীন। তারা সড়কের সবকিছু তদারক করছে। এ কারণে ২০ ইসিবি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ কাজ শুরু করেছে।

স্থানীয়রা দুর্ঘটনাস্থল হেঁটে উভয় দিকে বিভিন্ন যানবাহনে করে সাময়িকভাবে যাতায়াত করছে বলে জানান তিনি।