শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

শেরপুরে শ্রীবরদী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2022, 06:25 AM
Updated : 2 Feb 2022, 06:25 AM

মঙ্গলবার শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চন্দন কুমার পাল।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন (৪০) উপজেলার বিলভরট গ্রামের আজিজুল হকের ছেলে।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৬ সালের ৯ মার্চ রাতে নিজ ঘর থেকে আলমগীর হোসেনের স্ত্রী জান্নাত বেগমের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

পরবর্তীতে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, জান্নাতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ৩ মে জান্নাতের বাবা উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের জাম্বিল মিয়া বাদী হয়ে আলমগীর হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শ্রীবরদী থানার এসআই আনোয়ার হোসেন একই বছরের ৩০ নভেম্বর আলমগীর ও তার ভাবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এতে বলা হয়, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

আইনজীবী চন্দন পাল বলেন, বিচার চলাকালে মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। আলমগীরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীরের ভাবীকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানান তিনি।