খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদ

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ভিক্ষুরা।  

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2022, 02:42 PM
Updated : 1 Feb 2022, 02:42 PM

মঙ্গলবার জেলা শহরের শাপলা চত্বরে তার এই কর্মসূচিতে মিলিত হন।

সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্র শাপলা চত্বরে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মালম্বীদের সংগঠনের সদস্যরা জড়ো হন। পরে সবাই মনববন্ধনে মিলিত হন। এর আগে বৌদ্ধ ধর্মালম্বীরা শহরে  বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী, তার কোনো ধন সম্পত্তি থাকে না। তিনি কারো সঙ্গে বিরোধে জড়ান না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন।

ভদন্ত বিশুদ্ধা মহাস্থবিরকে তার বিহারেই সোমবার রাতে অজ্ঞাত হামলাকারীরা ‘পিটিয়ে’ হত্যা করে বলে পুলিশ জানিয়েছিল।

বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত সোমবার রাতে কোনো এক সময় বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবিরকে তার প্রতিষ্ঠিত ধর্মসুখ বৌদ্ধ বিহারে হত্যা করে অজ্ঞাত হামলাকারীরা। সেদিন তিনি বিহারে একা ছিলেন।

পুলিশ এ হত্যাকাণ্ডের তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।