পিরোজপুরে অটোরিকশা ধর্মঘটে ভোগান্তি

পিরোজপুরে অটোরিকশা ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2022, 06:27 AM
Updated : 1 Feb 2022, 06:27 AM

পিরোজপুর অটোরিকশা সমিতি ও শ্রমিকলীগ সভাপতি মজনু তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার বাস মালিক সমিতি আঞ্চলিক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালাচলে বাধা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট ডাকা হয়েছে।

সকাল থেকে পিরোজপুর সদরসহ বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেছে, হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই বিকল্প বাহন না পেয়ে গন্তব্যে হেঁটে যাচ্ছেন। আয় বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন চালাকরাও।  

নিয়াজ মোর্শেদ নামের এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করেই ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করায় ভোগান্তিতে পড়েছি। এখন হেঁটেই কর্মস্থলে যেতে হচ্ছে। সময়মত পৌঁছাতে পারব কিনা জানি না।”

অটোরিকশা চালক মন্টু শেখ বলেন, “অটো চালিয়ে আমাদের সংসার চলে। হঠাৎ করেই এ সিদ্ধান্ত আমাদের সত্যিই বিপদে ফেলেছে। গাড়ি না চালাতে পারলে খামু কি বাঁচমু কেমনে?”