দিনাজপুরের রেস্তোরাঁয় কিশোরের গলাকাটা মরদেহ
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 07:35 PM BdST Updated: 29 Jan 2022 07:35 PM BdST
-
প্রতীকী ছবি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রেস্তোরাঁ থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিসান মিয়া (১৫) উপজেলার কশিগাড়ি পাঁচমাথা এলাকার লিটন মণ্ডলের ছেলে।
উপজেলার রানীগঞ্জ বাজারের একটি খাবার হোটেলে শুক্রবার রাতে তাকে হত্যা করা হয় বলে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান।
নিহত রিসানের মা অমিছা বেগম বলেন, শুক্রবার রাতে তার ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার সঙ্গে রাত ১০টার দিকে মোবাইল ফোনে কথা হয়। সে একটু দেরিতে বাড়িতে ফিরতে চেয়েছিল। কিন্তু আর ফেরেনি। শনিবার সকালে এলাকাবাসীর কাছে তার মৃত্যুর খবর পান।
“সেখানে গিয়ে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পাই।”
রিসান রানীগঞ্জ বাজারের গরুহাটে একটি রেস্তোরাঁয় সপ্তাহে দুই দিন কাজ করত বলে তিনি জানান।
খোলামেলা হোটেলটির ওপরে টিনের চাল থাকলেও বেড়া নেই। সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবার এই দুই দিন গরুর হাট বসে এবং এই দুই দিন হোটেলটি খোলা থাকে বলে পুলিশ জানিয়েছে।
ওসি কবির বলেন, সকালে স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে।
“শুক্রবার রাতে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ খুনি ধরতে চেষ্টা করছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি কবির।
-
মাজারের পুকুরে অতি আদরে কুমিরের গায়ে চর্বি, বংশরক্ষা নিয়ে সংশয়
-
শরীয়তপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
-
পিরোজপুরের সড়কে কলেজছাত্র নিহত, বাসে আগুন
-
রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রনি-নিউটন
-
বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২
-
রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৩
-
নারীকে পাচার ও বিক্রির দায়ে দম্পতির মৃত্যুদণ্ড
-
দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসে এক ঘণ্টা ধরে বাঁচার আকুতি, রক্ষা পেলেন না
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ