পোশাক শ্রমিককে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে
মানিকগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 05:24 PM BdST Updated: 29 Jan 2022 05:24 PM BdST
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক নারী পোশাক শ্রমিককে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।
উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী-ফেরাজীপাড়া এলাকায় শুক্রবার মধ্য রাতে এ ঘটনায় দগ্ধ ওই নারীকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম জানান।
ওই নারীর বাড়ি উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী-ফেরাজীপাড়া এলাকায়।
মেয়েটির মা সাংবাদিকদের বলেন, “মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার এক ব্যক্তির সঙ্গে দুই বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাই যৌতুকের জন্য মেয়েকে চাপ দিচ্ছিল। পরে পারিবারিকভাবে ‘মাদকাসক্ত’ স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ হয়ে যায়।
“এরপর থেকে প্রায়ই রাস্তাঘাটে মেয়েকে তার সাবেক স্বামী বিরক্ত করত। সংসার না করলে মেরে ফেলার হুমকিও দিত। এর জের ধরেই শুক্রবার রাতে ঘরের ভাঙা জানালা দিয়ে ‘এসিড মেরে’ মেয়ের মুখ ও হাত-মুখ ঝলসে দেয় সে।”
ভুক্তভোগীর বড় ভাই বলেন, তার বোন ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করে। অফিসে যাওয়া আসার সময় রাস্তা-ঘাটের বিভিন্ন জায়গায় তাকে তার সাবে স্বামী বিরক্ত করত। এমনকি তাকে আবার বিয়ে করে সংসার করার জন্য চাপ দিত।
“আমার বোন এই প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড মেরে তার হাত ও মুখ ঝলছে দিয়েছে।”
মানিকগঞ্জ জেলা হাসপাতালের আাবাসিক চিকিৎসক কাজী একেএম রাসেল বলেন, দাহ্য পদার্থে মেয়েটির হাত-মুখ ঝলসে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি আশরাফুল জানান।
-
মাজারের পুকুরে অতি আদরে কুমিরের গায়ে চর্বি, বংশরক্ষা নিয়ে সংশয়
-
সিলেটে বন্যা: নগরে বিদুৎহীন ৫০ হাজার পরিবার
-
শরীয়তপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
-
পিরোজপুরের সড়কে কলেজছাত্র নিহত, বাসে আগুন
-
রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রনি-নিউটন
-
বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২
-
রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৩
-
নারীকে পাচার ও বিক্রির দায়ে দম্পতির মৃত্যুদণ্ড
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর