জামালপুরে নির্বাচনী সহিংসতায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
জামালপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 05:00 PM BdST Updated: 29 Jan 2022 05:00 PM BdST
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নির্বাচনী সহিংসতায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার বেলা ১১টায় উপজেলার পিংনা ইউনিয়নের চর নলসন্ধ্যা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।
নিহত ভোলা শেখ (৬০) পাশের সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার কাজলা গ্রামের হারুনুর রশিদের ছেলে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, “নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে পিংনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও সুজাত আলী সুরুর (মোরগ) সমর্থকদের মাঝে আজকে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভোলা শেখ নিহত হন।“
তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
নিহতের স্ত্রী লাইলী বেগম গণমাধ্যমকে বলেন, “সকালে নুরুল ইসলামের সমর্থকরা ভোট চাইতে বের হন। এ সময় প্রতিপক্ষের লোকজন রুবেল ও হালিম নামে দুজনকে ধরে নিয়ে যায়। তাদের উদ্ধারের জন্য গেলে ধারালো দা দিয়ে কুপিয়ে আমার স্বামীকে খুন করে।”
এ ব্যাপারে নুরুল ইসলাম ও সুজাত আলী সুরুর সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে পিংনা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
-
সিরাজগঞ্জে যমুনার দুই তীরই ভাঙছে
-
ব্রহ্মপুত্রের চরে ঘাট নির্মাণ সমালোচনার মুখে
-
কুড়িগ্রামে স্কুলমাঠ দখলে গাছ রোপন, দোকান নির্মাণ
-
স্কুল মাঠ ভাড়া: তদন্তে কমিটি, অন্য মামলায় জেলে প্রধান শিক্ষক
-
পাহাড়ের প্রত্যাহারকৃত সেনাক্যাম্পে হবে এপিবিএন ক্যাম্প
-
দিনাজপুরে ‘ঘুষসহ’ কলকারখানা পরিদর্শন কর্মকর্তা আটক
-
কুমিল্লায় নজরুলের স্মৃতিচিহ্ন অনাদরে
-
সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম
-
পাহাড়ের প্রত্যাহারকৃত সেনাক্যাম্পে হবে এপিবিএন ক্যাম্প
-
কুড়িগ্রামে স্কুলমাঠ দখলে গাছ রোপন, দোকান নির্মাণ
-
ব্রহ্মপুত্রের চরে ঘাট নির্মাণ সমালোচনার মুখে
-
স্কুল মাঠ ভাড়া: তদন্তে কমিটি, অন্য মামলায় জেলে প্রধান শিক্ষক
-
নবাবগঞ্জে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার
-
নেত্রকোণায় জমির বিরোধে ‘প্রতিপক্ষের হামলায়’ এক ব্যক্তি নিহত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প