মানিকগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ জনের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 03:56 PM BdST Updated: 29 Jan 2022 04:48 PM BdST
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজনের প্রাণ গেছে।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান।
নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামের অটোরিকশা চালক জাহিদুল ইসলাম (৪০), ইনতাজ খাঁ এর ছেলে যাত্রী আব্দুর রহমান (২৫) ও একই গ্রামের অটোরিকশা চালক আব্দুল মোতালেব মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩০)।
আটক বাস চালকের নাম ছাত্তার মোল্লা (৫৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রিয়াদ বলেন, “বরঙ্গাইল হাটে পেঁয়াজ বিক্রি করে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন জাহিদুল ও রহমান। পথে তাদের অটোরিকশাটিকে পাটুরিয়াগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
“রাজ্জাককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর পরই চালকসহ বাসটি আটক করা হয়। আর নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
-
বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
-
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ রোহিঙ্গা শিশু আহত
-
ধামরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, আটক ১
-
সুনামগঞ্জে বন্যায় ১৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
-
দেড় যুগে এমন বন্যা দেখেনি সিলেটের মানুষ
-
শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’, রাজবাড়ীতে আটক ১৩
-
'জীবনটা হামার বাহে চ্যাপটা হইয়া গেছে'
-
নোয়াখালীতে ‘১৫০ বছরের’ পুরনো পুকুর ভরাট, প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’