রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে ৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2022, 06:42 AM
Updated : 29 Jan 2022, 06:42 AM

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে দুইজনের কোভিড সংক্রমণ ধরা পড়েছিল। বাকিদের উপসর্গ ছিল।

মৃতদের দুইজন নারী ও দুইজন পুরুষ; যাদের তিনজনের বাড়ি রাজশাহী জেলায় ও একজনের নওগাঁ জেলায়।

পরিচালক জানান, হাসপাতালের ২৯-৩০ নম্বর ওয়ার্ডে তিনজন মারা যান। আরেকজনের মৃত্যু হয় আইসিইউতে। এর মধ্যে দুজনের বয়স ৬১ বছরের ওপরে।একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং আরেকজনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হয়েছেন চারজন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন। হাসপাতালে ১০৪ শয্যার কোভিড ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫১ জন।

এর মধ্যে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নওগাঁর তিনজন, নাটোরের তিনজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের একজন, রাজবাড়ীর একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন।

শুক্রবার মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ বলে শামীম ইয়াজদানী জানান।