সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে জাহিন নিটওয়্যার্সের আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2022 09:44 PM BdST Updated: 28 Jan 2022 09:44 PM BdST
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জাহিন নিটওয়্যার্স কারখানার চারটি ভবন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ওই কমপ্লেক্সে থাকা ছয়টি ভবনের মধ্যে চারটিতেই আগুন ছড়িয়ে পড়ে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন জানান।
ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে সেখানে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার বিকালে আগুনে পুড়ে গেছে জাহিন নিটওয়্যার্স কারখানার চারটি ভবন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকেই জাহিন নিটওয়্যার্স কারখানা কমপ্লেক্স। ভেতরে ছয়টি ভবনে মোট ছয়টি ইউনিট। এর মধ্যে চারটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।
কারখানার শ্রমিকদের সরদার জসিম মিয়া বলেন, শুক্রবার সপ্তাহিক ছুটি, তাই কারখানার বেশিরভাগ ইউনিট বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল। ভেতরে লোক ছিল অন্যদিনের চেয়ে অনেক কম।

“হঠাৎ দেখি উপরের তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে, এরপর দেখি উপরের দিকে উঠতে থাকে, তারপর ছড়িয়ে পড়ে। আমরা সবাই তখন বেরিয়ে আসছি।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “আগুন ছড়িয়ে পড়ায় এবং কারখানার পরিসর বড় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের।
“তবে ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েনি বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।”
-
চার জেলায় ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, ২ জনের মৃত্যু
-
কুড়িগ্রামে মা-ছেলেকে গলা কেটে হত্যা
-
জামালপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
-
‘শ্বশুর পাওনা পরিশোধ না করায় স্ত্রীকে হত্যা’ মাদারীপুরে
-
গাজীপুরে অরক্ষিত ক্রসিংয়ে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ মৃত্যু
-
ফেনীর মাদ্রাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
-
জামালপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
-
ভাগের ধান নিয়ে বাড়ি ফেরার পথে পদ্মায় নিখোঁজ ২ কৃষিশ্রমিক
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!