নীলফামারীতে শোয়ার ঘরে কাপড় ব্যবসায়ী খুন

নীলফামারীর সৈয়দপুরে শোয়ার ঘর এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 09:01 AM
Updated : 28 Jan 2022, 09:01 AM

শুক্রবার সকাল ৯টার দিকে সৈয়দপুর পৌরশহরের কাজিরহাট এলাকার নিজ বাড়ি থেকে রিয়াজ উদ্দিন নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে সৈয়দপুর থানার পরিদর্শক আবুল হাসনাত খান জানান।

ওই এলাকার কমর উদ্দিনের ছেলে রিয়াজ (৬৫) শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল নামের একটি গার্মেন্টস চালাতেন।

রিয়াজের বড় ছেলে জামিল উদ্দিন বলেন, “বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। বৃহস্পতিবার রাতে বাবা ও মা বাড়ির নিচতলায় আলাদা আলাদা ঘরে ঘুমাতে যায়। আমরা চার ভাই উপরের তলায় ঘুমাই। সকালে মা বাবার ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে বিছানায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।”

তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি জামিল।

পরিদর্শক হাসনাত বলেন, “রিয়াজের মাথায় কোন ভারি কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। “প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।