শেরপুরে কোভিডে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
শেরপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2022 11:25 AM BdST Updated: 28 Jan 2022 11:33 AM BdST
শেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইসে আক্রান্ত অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, মরিয়ম নামের অন্তঃসত্ত্বা এক নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বৃহস্পতিবার রাতে মারা যান। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯৪ জনে দাঁড়াল।
২১ বছর বয়সী মরিয়মের বাড়ি শেরপুরের সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামে বলে জানান এ চিকিৎসক। তবে তিনি কি কয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তা জানা যায়নি।
গত ২৪ ঘণ্টায় শেরপুরে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে; যার শনাক্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ বলে সিভিল সার্জন জানান।
শনাক্তদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ৩৭ জন, শ্রীবরদী উপজেলায় ৪ জন, ঝিনাইগাতী উপজেলায় ৪ জন, নকলা উপজেলায় ২ জন এবং নালিতাবাড়ি উপজেলায় ২ জন রয়েছেন।
শুক্রবার সকাল ৮টায় শেরপুর সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া কোভিড স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী, বর্তমানে শেরপুর জেনারেল হাসপাতালে কোভিড আক্রান্ত ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। আর করোনাভাইরাসে আক্রান্ত ৪০৪ জন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৩১ জন। মারা গেছেন ৯৪ জন।
জেলায় মোট ৭ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন কোভিডের প্রথম ডোজ টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লাখ ৬১৮ হাজার ২৪ জন। আর বুস্টার ডোজ নিয়েছেন ৭ হাজার ৭০৫ জন।
-
সুনামগঞ্জে বন্যায় ১৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
-
দেড় যুগে এমন বন্যা দেখেনি সিলেটের মানুষ
-
শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’, রাজবাড়ীতে আটক ১৩
-
'জীবনটা হামার বাহে চ্যাপটা হইয়া গেছে'
-
নোয়াখালীতে ‘১৫০ বছরের’ পুরনো পুকুর ভরাট, প্রতিবাদ
-
সিরাজগঞ্জে যমুনায় এক রাতে বিলীন ২৫ বাড়ি
-
যশোরে সাড়ে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, একজন আটক
-
‘বিচারপতি পরিচয়ে পুলিশ প্রটোকল’, চাঁদপুরে আটক
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের