কুমিল্লায় নির্বাচনী কার্যালয় ভাঙচুর, প্রার্থীকে জরিমানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থী তার নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ করেছেন আরেক প্রার্থীর বিরুদ্ধে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2022, 05:21 PM
Updated : 27 Jan 2022, 05:22 PM

ফুটবল প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোরগ প্রতীকের আবুল কালাম আজাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

দুজনেই ইউছুফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আনোয়ার হোসেন অভিযোগ করেন, আবুল কালাম আজাদের লোকজন তার নির্বাচনী কার্যালয় ছাড়াও সমর্থকদের বাড়িতেও হামলা চালিয়েছে।

তবে আবুল কালাম আজাদ বলেন, “ওইটা (ভাঙচুর হওয়া) তেমন কোনো নির্বাচনী অফিস না। তাদের জনপ্রিয়তা নেই। তাই তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এসব অভিযোগ ভিত্তিহীন।”

আচরণবিধি লংঘনে আজাদকে জরিমানা

আচরণবিধি না মানায় মোরগ প্রতীকের সদস্য পদপ্রার্থী আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

নিপা বলেন, আবুল কালাম আজাদ নির্বাচনী আচরণবিধি লংঘন করে মিটিং, মিছিল ও শোডাউন করেছেন। সেখানে অনেকের মুখে মাস্ক ছিল না।

“আর তিনি আমার কাছে স্বীকার করেছেন শিবপুরে আরেক প্রার্থীর সঙ্গে তার সমর্থকদের ঝামেলা হয়েছে। এসব ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, সদস্য প্রার্থী আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার যেন না ঘটে- সেই প্রতিশ্রুতি নেওয়া হয়েছ।