নিহতের মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং অপর জন অজ্ঞাতপরিচয় কিশোর।
এ উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া মারা গেলে পদটি শূন্য হয়।
মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলায় ৬৪টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন।
তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সকাল সাড়ে ৯টায় ভোটার শুন্য দেখা গেছে ইশিবপুর প্রাইমারি স্কুল কেন্দ্র।
রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক জানান, ভোট চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা।