প্রবাসী পরিচয়ে বারবার বিয়ে, স্বজনদের বিদেশে নিতে চেয়ে প্রতারণা
কুমিল্লা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 10:09 PM BdST Updated: 26 Jan 2022 10:09 PM BdST
কাতার প্রবাসী পরিচয়ে একে একে সাত জেলায় সাত বিয়ে আর শ্বশুরবাড়ির লোকজনকে বিদেশ নিতে চেয়ে প্রতারণার অভিযোগে কুমিল্লায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত শাকিল আজাদ (২৯) জেলার বরুড়া উপজেলার অশ্বদিয়া গ্রামের আবু হানিফের ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ১১-এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান।
তিনি বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, শাকিল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিম্ন আয়ের পরিবার খুঁজে বিয়ে করেন। নিজেকে কাতার প্রবাসী বলে পরিচয় দিয়ে সেসব এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দানও করেন। তারপর শ্বশুরবাড়ির এলাকার বেকারদের কাতার নেওয়ার কথা বলে টাকা-পয়সা হাতিয়ে উধাও হয়ে যেতেন।
তাকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে মেজর সাকিব বলেন, “আজাদ এখন পর্যন্ত কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, নীলফামারী ও ফরিদপুরে বিয়ে করেছেন বলে নিশ্চিত হয়েছি। তার কাছ থেকে সাতটি পাসপোর্টও জব্দ করা হয়েছে।”
তার চতুর্থ স্ত্রীর অভিযোগ পেয়ে র্যাব তদন্তে নামে জানিয়ে র্যাব কর্মকর্তা সাকিব বলেন, প্রতারণার শিকার বেকার যুবকরা তার শ্বশুরবাড়িতে টাকার জন্য চাপ দেন। এমন ঘটনায় একদিকে মেয়েকে নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে টাকা ফেরত দেওয়ার জন্য এলাকার মানুষের চাপ। সব মিলিয়ে অসহ্য হয়ে ওঠে ওই পরিবারের মানুষদের জীবন।
“আজাদ চতুর্থ বিয়েটি করেন খুলনায় ২০১৮ সালে। এলাকাবাসীর রোষানলে পড়ে আজাদের চতুর্থ স্ত্রীর পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়। এ অবস্থায় ১৫ দিন আগে চতুর্থ স্ত্রী কুমিল্লায় র্যাব অফিসে বিস্তারিত লিখে অভিযোগ দায়ের করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।”
ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আজাদের পাসপোর্ট বাতিল করেছে জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে আজাদ ছদ্মবেশে চট্টগ্রামে একটি বেকারি খুলেছিলেন।
আইনানুগ ব্যবস্থা নিয়ে আজাদকে বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মোহাম্মদ সাকিব হোসেন।
-
শতবর্ষের সারিন্দা
-
শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
-
একরাম হত্যা: ৪ বছরেও রায় কার্যকর না হওয়ায় পরিবারের শঙ্কা
-
সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা
-
ভদ্রা নদীর পানির রঙ বদলে দেওয়া 'চুকনগর গণহত্যা’
-
সুনামগঞ্জে বন্যায় ধসে গেল ৩ সেতু
-
ভাঙনের ঝুঁকিতে আলফাডাঙ্গার ‘স্বপ্ননগর’ আশ্রয়ণ
-
মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবেদের মন খারাপ থাকে: ওবায়দুল কাদের
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ