চাঁদপুরে শিক্ষকের মৃত্যু, ‘আত্মহত্যার নোট ও বিষের বোতল’ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 09:00 PM BdST Updated: 26 Jan 2022 09:00 PM BdST
চাঁদপুর শহরের এক স্কুল শিক্ষকের মৃত্যুর পর ঘটনাস্থল থেকে ‘আত্মহত্যার নোট‘ ও ‘বিষের বোতল’ উদ্ধার করার কথা বলেছে পুলিশ।
বুধবার শহরের তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মৃত মো. রফিকুল ইসলাম (৫৫) শহরের তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক শ্রীকালিয়া গ্রামে।
তিনি পরিবার নিয়ে শহরের নাজির পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নারগিস বেগম স্বপ্না বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর করোনার কারণে বিদ্যালয় বন্ধ ছিল। এ বছর তিনি বিদ্যালয় ভর্তিসহ যাবতীয় শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন। শিক্ষকদের সাথে তিনি কম কথা বলতেন। একটু শান্ত প্রকৃতির ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মির্জা জাকির বলেন, “প্রধান শিক্ষকের মৃত্যু অনেকটা রহস্যজনক। কারণ কেউ বলছেন আত্মহত্যা। আবার কেউ বলছেন তাকে বিষক্রিয়া খাওয়ানো হয়েছে। ঘটনাটি এখনো পরিষ্কার নয়।”
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলেন, সকালে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয়ে আসেন এবং তার কক্ষে দাপ্তরিক কাজ করেন। বিদ্যালয়ে এসে তিনি তার কাজের সহযোগিতায় অন্য শিক্ষকদের ডাকেন। কাজ শেষে সবাই চলে গেলেও রফিকুল ইসলামের পারিবারিক সম্পত্তি নিয়ে বিদ্যালয়ে বৈঠক হবে বলে থেকে যান।
ওই সময় আইরের কয়েকজন লোক বিদ্যালয়ে প্রবেশ করেছেন।
বাসায় না যাওয়ায় বিকাল ৩টার দিকে তার স্ত্রী মিলি বেগম বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয়ের তৃতীয় তলায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি ফোন করে নিকটতম লোকদেরকে জানান। পরে বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন সুমনসহ অন্যান্যরা অচেতন অবস্থায় সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, “মৃত্যু সংবাদ জানতে পেরে বিদ্যালয়ে এসেছি। এসে জানতে পেরেছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। পরে তাকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার মৃত্যু হয়। আমরা ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যার নোট ও বিষের বোতল উদ্ধার করেছি।”
এগুলো তদন্ত ও পর্যালোচনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা তদন্ত করে দেখছি। মরদেহ সুরতহাল করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।”
-
সিরাজগঞ্জে যমুনার দুই তীরই ভাঙছে
-
ব্রহ্মপুত্রের চরে ঘাট নির্মাণ সমালোচনার মুখে
-
কুড়িগ্রামে স্কুলমাঠ দখলে গাছ রোপন, দোকান নির্মাণ
-
স্কুল মাঠ ভাড়া: তদন্তে কমিটি, অন্য মামলায় জেলে প্রধান শিক্ষক
-
পাহাড়ের প্রত্যাহারকৃত সেনাক্যাম্পে হবে এপিবিএন ক্যাম্প
-
দিনাজপুরে ‘ঘুষসহ’ কলকারখানা পরিদর্শন কর্মকর্তা আটক
-
কুমিল্লায় নজরুলের স্মৃতিচিহ্ন অনাদরে
-
সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম
-
পাহাড়ের প্রত্যাহারকৃত সেনাক্যাম্পে হবে এপিবিএন ক্যাম্প
-
কুড়িগ্রামে স্কুলমাঠ দখলে গাছ রোপন, দোকান নির্মাণ
-
ব্রহ্মপুত্রের চরে ঘাট নির্মাণ সমালোচনার মুখে
-
স্কুল মাঠ ভাড়া: তদন্তে কমিটি, অন্য মামলায় জেলে প্রধান শিক্ষক
-
নবাবগঞ্জে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার
-
নেত্রকোণায় জমির বিরোধে ‘প্রতিপক্ষের হামলায়’ এক ব্যক্তি নিহত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প