ইতোমধ্যে এই ৪১ নেতার কাছে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত দুই হাজার ৫৯৮ জনের পরীক্ষায় তারা এই ফল পেয়েছেন। শনাক্তের হার ৩৩ দশমিক ৬৬ শতাংশ।
একই সময় করোনাভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন বলে তিনি জানান।
মুনজুরুল মুরশিদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন যশোরে ২২৯ জন। আর খুলনায় শনাক্ত হয়েছেন ১৮৯ জন। সবচেয়ে কম শনাক্ত হয়েছেন বাগেরহাটে ৩৫ জন আর মাগুরায় ৩৩ জন।
বিভাগে এখন পর্যন্ত এক লাখ ১৮ হাজার ৩৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মৃত্যু হয়েছে তিন হাজার ২০৩ জনের। সুস্থ হয়েছেন এক লাখ ৯ হাজার ৪৭৩ জন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।