রংপুরে একজনকে হত্যার দায়ে ২ জনের সাজা
রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 07:20 PM BdST Updated: 26 Jan 2022 07:20 PM BdST
রংপুর সদর উপজেলায় এক বালু ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনকে ফাঁসি আরেকজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২-এর বিচারক মো. তারিখ হোসেন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের আফছার আলীর ছেলে মেহেদী হাসান সাগর (২৫) আর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি শাকিল মিয়া (২৫) একই গ্রামের দৌলত মিয়ার ছেলে।
এছাড়া এ মামলায় আরেকজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছে আদালত।
মামলার নথি অনুযায়ী, রংপুর সদর উপজেলার মেকুরা মধ্যপাড়া গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে জুয়েল রানার (২৮) সঙ্গে নদী থেকে বালু উত্তোলন নিয়ে আসামিদের সঙ্গে বিরোধ চলছিল। ২০১৮ সালের ২৬ জুলাই সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেননি জুয়েল। পরদিন সকালে মেকুরা পাঠানটারী গ্রামের ঘাঘট নদীর তীরে একটি ভুট্টাক্ষেতে মাথা পুঁতে রাখা অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জুয়েলের ছোট ভাই জাকির হোসেন বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
আদালতের অতিরিক্ত এপিপি শাহ মো. নয়ন্নুর রহমান টফি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দুইজনকে সাজা দিয়েছে। তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেকজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
-
চার জেলায় ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, ২ জনের মৃত্যু
-
কুড়িগ্রামে মা-ছেলেকে গলা কেটে হত্যা
-
জামালপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
-
‘শ্বশুর পাওনা পরিশোধ না করায় স্ত্রীকে হত্যা’ মাদারীপুরে
-
গাজীপুরে অরক্ষিত ক্রসিংয়ে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ মৃত্যু
-
ফেনীর মাদ্রাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
-
জামালপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
-
ভাগের ধান নিয়ে বাড়ি ফেরার পথে পদ্মায় নিখোঁজ ২ কৃষিশ্রমিক
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!