শাবি: উত্তাল ক্যাম্পাস এখন সুনসান
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 05:16 PM BdST Updated: 26 Jan 2022 05:18 PM BdST
আন্দোলনে তপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র বদলাল কয়েক ঘণ্টার ব্যবধানে; অনশন ভাঙার পর দুপুর থেকে ক্যাম্পাসে কমেছে শিক্ষার্থীদের আনাগোনা।
বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এরপর দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা হতে থাকে। বিকাল ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীদের আনাগোনা বা কোনো কর্মসূচি দেখা যায়নি।
উপাচার্যের বাসভবনের সামনে অনশনকারীদের বিছানাপত্র গোছাতে দেখা গেল কয়েকজন স্বেচ্ছাসেবীকে। পুরো ক্যাম্পাসে জনাকয়েক সাংবাদিক, আর ছড়িয়ে ছিটিয়ে থাকা দু-একজন ছাড়া আর কেউ নেই। চারিদিকে সুনসান নীরবতা দেখে বোঝারই উপায় নেই ঘণ্টা কয়েক আগেই উত্তাল ছিল শিক্ষালয়টি।
উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারী সবুর খানের সঙ্গে কথা হলো। তার কথায়, “রাতে কেউ ঘুমায়নি। শিক্ষার্থীরা সবাই ক্লান্ত, বিশ্রামে গেছে। অনশন ভাঙলেও আন্দোলন চলবে। সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সবাই জড়ো হবে, তখন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।"

বুধবার ভোর চারটার দিকে জাফর ইকবাল স্ত্রী ইয়াসমিন হককে সঙ্গে নিয়ে উপাচার্যের বাংলোর সামনে রাস্তায় শামিয়ানা টাঙিয়ে অনশনে বসা আন্দোলনকারীদের মাঝে উপস্থিত হন। প্রায় দুই ঘণ্টা তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কথা শুনেন। জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙাতে রাজি করান।
সাতদিন অনশন ভাঙার পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে নিবেন কি-না সেটা তারাই নির্ধারণ করবেন বলে পরে মন্তব্য করেন শাবির সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তার ভাষায়, “আমি অনশন ও আন্দোলনটাকে ভিন্নভাবে দেখি। অলরাইট। তাদের যে উদ্দেশ্য, এই আন্দোলন করার জন্য অনশন করার প্রয়োজন নাই। কারণ, যে মানুষটার জন্য তারা অনশন করতে যাচ্ছে তার জন্য প্রাণ দেওয়াটা সমীচীন না। তারা যদি আন্দোলন করতে চায়, সেটা তাদের সিদ্ধান্ত।”

রাগিব-রাবেয়া হাসপাতালে অবস্থানরত স্বেচ্ছাসেবক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদিল বিকাল ৩টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনশনে যারা ছিল তাদের মধ্যে হাসপাতালে ছয়জনকে ভর্তি করা হয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়ে আরও ২ থেকে ৩ জনকে ভর্তি করানো লাগতে পারে।
“ভর্তি হওয়া ছয়জনের মধ্যে তিনজনের প্রচণ্ড জ্বর ও খিঁচুনি আছে। বাকিরা চিকিৎসা নিয়ে সন্ধ্যায় হাসপাতাল থেকে রিলিজ নেবে। অনেকে সাময়িক চিকিৎসা করে বাড়িতে গিয়ে চিকিৎসা নেবে বা অন্য কোথাও গিয়ে।”

তাছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে উল্টো উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অনশনে যান; ঘোষণা দেন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার। সাতদিন পর সেই অনশন ভাঙালেন জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক।
-
সাভারে বিকল হয়েছিল বাসটি, ছুটছিল বেপরোয়া: যাত্রী
-
সড়কে ঝরল ১০ প্রাণ: তদন্তে বরিশাল জেলা প্রশাসনের কমিটি
-
সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের
-
ফেনীতে ৬ মাসে শিক্ষার্থীসহ ৩৮ জনের আত্মহনন
-
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি
-
কক্সবাজারে বিয়েবাড়িতে ‘খাবার খেয়ে’ ৪০ জন অসুস্থ
-
শিয়াল মারার ফাঁদে প্রাণ হারাল শিশু
-
মানিকগঞ্জে পদ্মায় জেলে নিখোঁজ: দুর্ঘটনাকারী নৌযানের চালক গ্রেপ্তার
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস