ঝিনাইদহে স্বাস্থ্যবিধি না মানায় লাখ টাকা জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2022, 11:14 AM
Updated : 26 Jan 2022, 11:14 AM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মনিরা বেগম।

তিনি বলেন, কোভিডের সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪৮৭টি মামলায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, অভিযানের সময় মাস্ক বিতরণ করা হয়। কোভিডের সংক্রমণ ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া মানুষকে সচেতন করতে জেলার হাট-বাজারে প্রচার চালানো এবং  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সংশ্লিষ্ট করা হবে।

এদিকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের কোভিড শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র মো. জাহাঙ্গীর হোসেন জানান, শনাক্তের হার ৫৫ দশমিক ৮৪ শতাংশ।

আগের দিন মঙ্গলবার ১৫৭ জনের নমুনা পরীক্ষায়  ৭২ জনের কোভিড শনাক্ত হয়। সংক্রমণের হার ছিল ৪৫ দশমিক ৮৫ শতাংশ।