ফেনীতে মাদক মামলায় ২ নারীর যাবজ্জীবন

ফেনীতে মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2022, 05:06 PM
Updated : 25 Jan 2022, 05:06 PM

তাছাড়া তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও তিন মাস করে কারাভোগ করতে হবে বলেও রায় দিয়েছে আদালত।

ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজার সদর উপজেলার ফরিদা বেগম (৩৬) ও একই জেলার পেকুয়া উপজেলার হাসিনা বেগম (৩৩)।

আসামিরা পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ফরিদা ও হাসিনাকে আটক করে পুলিশ। সে সময় পুলিশ তাদের ব্যাগ থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

তাদের বিরুদ্ধে ফেনী থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই মেহেদী মাকসুদ একই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের বেঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক জানান, আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক। তারা যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেদিন থেকে তাদের সাজা কার্যকর হবে বলে আদালত রায় দিয়েছে।