কলেজের পরীক্ষা নেওয়ার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন কলেজে শিক্ষার্থীরা।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2022, 08:46 AM
Updated : 25 Jan 2022, 08:48 AM

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিনামা তুলে ধরেন।

কুড়িগ্রাম সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সময় বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ, রসায়ন বিভাগের লংকেশ্বর পাপ্পু, আপেল মাহমুদ, আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন বর্ষের পরীক্ষার সময়সূচি বারবার পরিবর্তন করে যে ছেলেমানুষি করা হচ্ছে তা বন্ধ করা হোক। স্বাস্থ্যবিধি মেনে সব প্রতিষ্ঠান খোলা রাখা হোক ও স্থগিত সব পরীক্ষা নেওয়া হোক।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর গত শুক্রবার দুই সপ্তাহের জন্য সব ধরনের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একই পদক্ষেপ নিতে বলা হয়েছে।

পরে এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।"