গাজীপুরের ঘরে স্বামীর লাশ, পাশে অচেতন স্ত্রী

গাজীপুরে ঘরের দরজা ভেঙে স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে; একই ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতলে ভর্তি করা হয়েছে তার স্ত্রীকে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2022, 04:08 PM
Updated : 24 Jan 2022, 04:08 PM

ঘটনার জন্য বিষক্রিয়া দায়ী হতে পারে বলে জেলার পূবাইল থানার ওসি মো. মহিরুল ইসলাম জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, পটুয়াখালীর মো. জলিল হওলাদার (৫৫) নামে এক ব্যক্তি তার স্ত্রী লাকি খানমকে (৪৩) নিয়ে সুকুন্দিবাগ পশ্চিমপাড়া এলাকায় জমি কিনে বাড়ি করেন। সেখানে মেয়ে ও জামাতার সঙ্গে বাস করতেন তারা। বাড়ির পাশে তাদের মুরগির খামার রয়েছে। তারা নিজেরাই মুরগি লালন-পালন করতেন।

“রোববার রাতের খাবার খেয়ে জলিল ও ঘরে শুইয়ে পড়েন। সকালে তাদের সাড়া না পেয়ে বাড়ির লোকজন জানালা দিয়ে তাদের পড়ে থাকতে দেখেন। পরে তারা দরজা ভেঙে তাদের উদ্ধার করেন।”

লাকিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, লাকি সুস্থ হলে বিস্তারিত জানা যেতে পারে।

“তবে প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে কোনো বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।”

লাকির বড় বোন বলেন, কিছুদিন ধরে তাদের খামারে মুরগি মারা যাচ্ছে।

“লাকি ও তার স্বামী জলিল খামার লাগোয়া ঘরে বাস করতেন। ধরণা করা হচ্ছে খামারে সৃষ্ট কোনো বিষাক্ত গ্যাসে জলিল মারা গেছেন এবং লাকি অসুস্থ হয়েছেন।”